নারী
হাসান মাহমুদ


তুমি নারী পুরুষের তর্জনী
তুমি গর্জনে হুংকারে শিরোমণি।
যে দিন তোমার হাসিতে পরেছে পুরুষ
সেদিন থেকে নেমেছে তাহার হুঁশ।
সকল ব্যস্ততায় তোমারি খোঁজ
তোমাতেই আনা গোনা দিবস রোজ।
তোমারি হাসিতে খুঁজেছে সে সফলতা
চেয়েছে মুছতে সকল গ্লানি ব্যর্থতা।
তুমি নারী তুমি জগতে সেরা
তোমাতে উত্থান তোমাতে পত্তনে ঘেরা।
তুমি পারো আনিতে পুরুষের জয়
তুমিই পারো তা করিতে পরাজয়।
তুমি নারী পুরুষের বাহু বল
তুমিই পারো ডুবাতে সমুদ্র তল।
তুমি ছলনা ময়ী তুমি মায়াময়ী
তুমি সর্পদেবী তুমি শান্ত মায়ী।
তুমি নারী শান্তশিষ্ট অদ্ভুত প্রাণী
তুমি অবলা সুশ্রী মৃণালিনী।
তুমি ধ্বংস তুমি প্রলয় সমুদ্র রত
তুমি কালের দেবী অভিশপ্ত।
তুমি প্রার্থনার ফল তুমি মায়া
তোমাতেই আলো সকল ছবির ছায়া।
তুমি নারী পুরুষের তরবারি
তোমাতে যুদ্ধে পরাজয় গেছি ছাড়ি।
তুমি ভালো; মন্দের দুশমন
তুমি মন্দ ;ভালোর আলোড়ন।
তুমি নারী সকল দেবালয়
তোমাতেই আরাধনা সকল প্রার্থনায়।
তুমি নারী তোমাতে ছাড়া হয়নি কো জয়
কোনো পুরুষের ক্ষুব্ধ প্রলয়।