নিবেদন
হাসান মাহমুদ


হে শীত হিম শীত
এসো না মোর ঘরে
চাল নেই চুলো নেই
কেমনে রাখি তোমারে।
ক্লান্ত শ্রান্ত এই আমি
নগ্ন তনুতে ঘুরি
কৃষ্ণাঙ্গ তকে শেতাঙ্গ
মৃত্তিকা লেপ্টে জুড়ি।
হে শীত করুণ শীত
এসো না মোর বাড়ি
তোমার সনে এই মোর
তফাৎ বড্ড ভারি।
তোমার জন্ম উচ্চ বিলাশে
পালঙ্ক তোমার চাওয়া
মিছে কেন গরীব ঘরে
করছো তুমি ধাওয়া।
হে শীত তুমি উদাসীন
উঁচু দেখো না কেন?
তুমি অট্টালিকা দেখো না কেন?
তুমি নিচু দেখো কেন?
তুমি হিমালয় খুঁজে দেখো!
তুমি তার অস্তিত্ব দেখো
তুমি হিমালয়ের কুটির দেখো
তাতে তুমি থেকো।
হে শীত হিম শীত
এসো না তুমি কুটিরে
তোমায় ঠাঁই দেওয়া মত
নাহি কিছু মোর তরে।
তোমায় আমার নিঁখাত নিবেদন
এই মনের আর্জি
তোমাতে বিলীন মনেরই উক্তি
করে নিও মর্জি।