নিরুদ্দেশ
হাসান মাহমুদ


বিদায় আমার ঘনিয়ে এলে হাসি মুখে দিও
খুশি টুকু দিও আর খুশি টুকু নিও!
শুনো যদি আমার খবর মসজিদের ঐ মাইক
হাসি মুখে এসো আর হাসি মুখে যেও!
যদি আসে কখনো,আমায় মনে করে কান্না
খড়ায় জড়িও না তবে ছলছলে আঁখির বন্যা।
দেখো যদি কবু আমারি ভুল গুলো তবে
দিও করে ক্ষমা মোরে, ভালো কিবা অন্যা।
হবো আমি নিরুদ্দেশ এটা অতি সত্য
আসিলে আমারি অন্তর বিলাসে যম!
নিয়ে যদি যায় আয়ু করিও না কবু মানা
খুঁজি ও না আর কবু অদম পাপিষ্ঠ মম।