অবশেষে যেতেই হলো
হাসান মাহমুদ

কত্ত কইরাই তো তোমারে চাইলাম
তবুও তুমি তো মোর রইলা না,
কইছো থাকবা না, থাকতে পারবা না
সেই কথাই রাখলা!
আমিও আড়ি দেই নাই
ধইরা রাখার চেষ্টা ও করি নাই!
তবে যেখানে যাইয়াই থাকো
যার সাথেই থাকো
তারে কখনো একাকিত্ব বুঝতে দিও না
তারে কখনো তোমার না থাকার
যে ব্যথা তা বুঝতে দিও না!
তোমারে তো শত বুঝাইতে চাইলাম
আমার থাইক্কা যাও!
আমারে খালি কইররা যাইও না!
তুমি গেলে মোর শূন্য শূন্য লাগে
ভয় করে!তবুও গেলা
কইছো বাসতে পারবা না
সেই নিজের কথাই রাখলা
এই মোর কথা শুনলা না!
মোরে একা ফালাইয়া
চইলা গেলা ফিরলা না।
আমিও বোকার মত!
তোমার যাওয়া চাইয়া চাইয়া দেখলাম
আর কান্দোন ভরা বুকে
মুখে হাসি দিয়া কইলাম ভালো থাইক্য!
তোমার যাতে ভালো থাকা হয়
তোমার যাতে কারো কথা শুনতে না হয়
তাই তুমি হগোল কিচ্ছু দিয়া
ব্লগ কইরা রাখছো!
মোর কথা, মোর জ্বালাতন
মোর আবদার, মোর অভিমান
তোমার যাতে দেখা না লাগে
তাই দূরে চইল্যা গেছো!
আমিও বোকার মত সব
দেখে দেখে হাসি!
হাসতে হাসতে একাকার।
তোমার অবহেলা অবজ্ঞা
পাওনের পরও!
তোমারে সীমাহীন ভালোবাসি
তোমার প্রতি বিন্দু মাত্র
মোর কোনো ক্ষোভ, লোভ নাই!
তোমারে সৌন্দর্য দেইখ্যা ভালোবাসি নাই
তোমার কথার মায়ায় পইড়া
তোমার হাসির মায়ায় পইড়া
তোমারে ভালোবাসছি!
তাই তোমারে যাওনের কালেও
কোনো অভিযোগ দেই নাই
কোনো অবজ্ঞা করি নাই।