পাখির ছুটি
হাসান মাহমুদ


হলুদ রঙের ছোট্ট পাখি
দেখতে পেলো ছাঁদে,
ইচ্ছে হলো ধরবে তারে
মন রাঙানো সাধে।
আনলো ধরে মনটা ভরে
দিলো তারে খাবার
রাখলো তারে যতন করে
বন্ধ খাঁচার ভিতর।
খুশি মনে আত্মহারা
দেখল চেয়ে সে
মন যে তার মানছে না
ছটফটায় যেনো কে।
মনের সাথে হিসেব করে
মিললো কঠিন মিল
পাখি যদি থাকে বন্দী
কেমনে দেখবে ঝিল।
আমার মতো ওযদি থাকে
চার দেয়ালের মাঝ
জীবন তার ঠুকরে কাঁদবে
জীবন বেলার সাজ।
হিসেব করে যোগ বিয়োগে
দেখলো কিছুই নাই
তাইতো পাখি উড়িয়ে দিলো
পাখির পথে ঠাঁই।।
শান্তি মিলে মনের ঘরে
দিয়ে পাখির ছুটি
মনের ঘরে অসুখ বাঁধে
তবুও মনের জুটি।
খুঁজে পাওয়া পাখির মত
পেলো জীবন স্বাদ
ছুটি দিয়ে ইচ্ছে পাখি
পেলো মানবতার পথ।।


কবিতাটি প্রিয় মানুষের মানবতার ফসল,,,,,একটি পাখি সে ছাঁদে পায় এবং ধরে এনে বন্দী করে আবার একদিন পরে ছেড়ে দেয় সেই থেকে লেখা।।