পাপি
হাসান মাহমুদ


অদ্ভুত সুরে আমি ডেকে যাই তারে
সুরটা নুয়ে যায় পাপেরই ভারে,
তবুও ডেকে যাই বলে যা আলাপন
যদি শুনে এই মোর, আছে যত গুঞ্জন।
যদি করে মাফ মোর, যত আছে পাপ
হইব আমি এই, সকল পাপের অনুতাপ।
পাপে পাপে ভরে গেছে, মোর সোনারও তরী
এক কোণও নেই খালি, পুন্য আনিব ভরি।
হে খোদা দয়াময়, রহমান ও মালিক
তুমি জব্বার তুমিই বিশ্বের সৃষ্টির খালিক।
এই তো বলার সময় তাই বলে যাই
এটাই তো শুনবার সময় তাই তো শুনাই।
এই দিনে করো গো ক্ষামা মোরা আছি যতো
তোমারই আরাধনা হতে ছিন্ন,অন্য রতো।
তুই তো ক্ষমার মালিক বড় রহমান
তোমার তরে তাই গাই ক্ষমারও গান।