প্রেমিক হতে পারলাম কই
হাসান মাহমুদ


সিংহল সমুদ্র পাড়ে দাঁড়িয়ে ;
এক ঝাঁক চিল দেখি উড়ে যেতে
কি অপরূপ সৌন্দর্য্যের ঘেরা
সোনালি সন্ধ্যা আর উড়ন্ত চিল;
মনে হয় আমি প্রেমিক, প্রেমে পড়ে গেছি
এরই মাঝে পাশ থেকে কে যেনো বলে উঠলো!
আমায় একটু পাড় করে দিবেন?
আমার ওপারে যেতে হবে
এমনি প্রেমিকের ঘোর কেটে গেলো
আর প্রেমিক হতে পারলাম কই।


তাকাতেই যেনো চোখ ধাঁধানো রূপ
এ যেনো সন্ধ্যা পরীর অলৌকিক ছন্দ;
গোধূলি যেনো আলোয় ভরা,
নদী যেনো পরিপূর্ণ জল ধারায়,
এই বুঝি সব কিছুর প্রেমে পড়ে গেলাম
এমন টা ভাবতে ভাবতে কে যেনো বলে উঠল;
আপনাকে ধন্যবাদ!
আর প্রেমিক হতে পারলাম কই।


আনমনা ভাবনায় তাকিয়ে আছি
ভাবতে ভাবতে অন্ধকার নেমে এলো;
জোনাকেরা গানের আসর জমালো
মিটি মিটি আলো আর স্নিগ্ধ সুর আমাকে বিমুগ্ধ করেছে,
এই বুঝি আবার প্রেমে পড়ে গেলাম


কিন্তু না! হঠাৎ করে আবার ঘোর ভাঙল
কিসের যেনো শব্দ বলে উঠলো!
কেউ কি আছেন? একটু এদিকে আসবেন
বিমর্ষ দার্শনিকের চেহারা নিয়ে যেতেই
আবার দেখা সেই নদী পাড়ের যাত্রীর
আমায় দেখে চমকে উঠে বলে আপনি?
আমি বললাম যাইনি
বললাম কি হয়েছে? সে বললো ভয় করে যেতে তাই!
আমি কিছু না বলেই চেয়ে আছি
তার অন্ধকার মাখা রূপতত্ত্বের দিকে
তার সুর ছন্দ কন্ঠের দিকে;
হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই বললো
ধন্যবাদ!
ধন্যবাদ শুনতেই ঘোর কাটলো
হুম বলে দাঁড়িয়ে আছি
আর প্রেমিকের ন্যায় মুচকি হাসি বিদায় দিলেম
আর প্রেমিক হতে পারলাম কই।।।