পুরুষ সেতো মানুষ নহে
হাসান মাহমুদ


পুরুষ সেতো মানুষ নহে; চতুর পায়ের জীব
আত্ম দেহ নরকে রেখে; হাসির রাজ্য পল্লব।
এ জগৎ জুড়ে দেখেছি পলক ফেলে
আত্ম সিদ্ধে সবই আপনা নয়ন মেলে।
পুরুষ না হয়ে যদি ঝর্ণা কিবা আকাশ হতাম
আত্ম সুখে জলের বাহানায় বৃষ্টি হয়ে কাঁদতে পারতাম।
এখন তো আঁখি পল্লবে আসে না জলের খনি
পুরুষ মানুষের অর্থ কড়ি জগৎ জুড়ে মনি।
পুরুষ না হয়ে যদি পাথর হতাম তবে
আত্মনির্ভর দালান হতো সার্থকতার ভবে।
নিজের রক্ত জলে মিশিয়ে পুরুষ সবে খাটে
সন্ধ্যা হলেই পুরুষ নাকি অর্থ শূন্য হাটে।
পুরুষ না হয়ে যদি বেসুরা কাক হতাম
অকথনে ডেকে ডেকে বেদন বলে যেতাম।
পুরুষ তো তাই দুঃখ চাপা; তুষের অনল মতো
এই জগতের হৃষ্ট পুষ্ট মন ভুলানির শত ক্ষত।