রাজার ঘুম
হাসান মাহমুদ


বর্গী এলো বর্গী এলো
ধান কাউনের চরে
ধান গুলো সব নিয়ে গেলো
বস্তা খুপরি ভরে।
শিয়েল ডাকিল কুকুর ডাকিল
নেই কারো খবর
রাজা মশাই তন্দ্রায় আজি
মাথা হেলিয়ে নিবিড়।
বিবি ডাকিল প্রজা ডাকিল
তন্দ্রা নাহি ছুটে
এই ফাঁকেতে সব নিলো
জলদি করে লুটে।
বর্গীরা সব চতুর বটে
গোলা করিল খালি
সব নিলেও মন ভরেনি
রাজাকে দিলো গালি!
স্বাধীন রাজ্য দখল হলো
বর্গীর বস বাস
লুটেপুটে সবি নিলো
প্রজার দীর্ঘ শ্বাস।
তন্দ্রা ছেড়ে উঠল রাজা
রাজ্য হলো শেষ
রাজ্য গেলো গালি খেলো
রাজা  অবশেষ।।।