রাজ্য দখল
হাসান মাহমুদ


শিয়াল মামা দখল করছে
আমার সোনার রাজ্য,
বাঘ, সিংহরা সব প্রাণী
গুণছে উচিত ন্যায্য ।


সিংহ বলে বাঘ ভাইরে!
আমরা আজ বন্ধি,
বনের রাজা সিংহ হয়েও
মিথ্যায় করছি সন্ধি।


দীর্ঘ শ্বাসে বাঘ বলেরে
কি আর করার ভাই!
আমায় দেখো আছি সুখে
মনে শান্তি নাই।


আমায় দেখে পাবে ভয়
এটা নহে কি ভাই?
আজ তাহার উল্টো চলে
মিথ্যে আশ্বাস পাই।


পাশ কাটিয়ে হাতি বলে
থামো থামো সবে!
আমার আজ করুন দশা
দেখো না এই ভবে।


আমার এখন নাই মর্যাদা
সবাই মানে পণ্ডিতরে,
শিয়াল এখন কেমনে নাচে
দেখো না সবাই সদরে।


সব প্রাণী নিশ্বাসে বলে
হ-রে ভাই কি করা !
আমার রাজ্য দখল করছে
শিয়াল মামার চামচারা।