শেষ শব্দাংশ
হাসান মাহমুদ


একদিন ধূয়ে যাবে সব ব্যথা
মাইকে এলান হবে আমারি কথা,
আপনা আসিয়া কাঁদিয়া কাঁদিয়া
কহিবে যাতনা কিছুটা সহিয়া।
রহিবে পড়িয়া আমারি লাশ
ঘুমিয়া দেখিবো চাহিয়া দীর্ঘশ্বাস,
আত্মীয় অনাত্মীয় আসিবে দেখিতে
চাহিয়া রহিবে দুঃখেরই ব্যথাতে।
আমি তো ভুলিয়া রহিব সব
যত সুখ দুঃখ দিয়াছে রব,
অভাগার মত ফেলিব জল
বলিবার নেই শক্তি বল।
দেখিব সকলেরই সকল ছবি
শত বলিব ডাকিয়া সবই,
কেহই শুনিতে পারিবে না তখন
আমারি আহাজারি উঠিবে যখন,
আমি তো লাশ দেহতো শেষ
শক্ত পাথর ভিষণ ক্লেশ।
গোসল করিয়া নতুন কাপড়ে
সাজিয়ে নতুন করে আমারে
দোয়ার তাগিদে নিবে মাঠে
দোয়ার শেষে উঠাবে খাটে।
আনিয়া সকলে শুয়াবে গোরে
শুনশান নিরিবিলি একা ঘরে,
চারকুল পড়িয়া আসিবে চলিয়া
ভাবিবে না আমি থাকিব কি করিয়া।
ডাকিব শত শব্দাচারণে আমি
সবাই পর স্বার্থ ধার, থাকিবে পরে মমি,
বলিব বাবা ভাই রেখো না আমায়
শেষ শব্দাংশে সকলে ডাকিয়া,
আমি যে ভিষণ একা ভিষণ
কেহই শুনিবে না আমারে তখন।