স্বপ্নের ফেরিওয়ালা
হাসান মাহমুদ


নিত্য রাইতে স্বপ্ন বেচি
ঘুমেরই দামে
ঘুম ঘুম বলে ডাকি আমি
ঘুম যে অবলা
আমি এক অচল মানুষ
স্বপ্নের ফেরিওয়ালা,
কত্ত স্বপ্ন নিয়ে আমি
ঘুরি দাঁড়ে দাঁড়
স্বপ্ন আমার অগাধ চলে
ক্রেতা পাওয়া ভার
আমি এক নির্বোধ মানুষ
স্বপ্নের ফেরিওয়ালা।


চোখে স্বপ্ন, মুখে স্বপ্ন
স্বপ্ন আমার গায়
স্বপ্ন আমার খেলা করে
শুকনা নদীর নায়
তাই তো আমি স্বপ্ন বেচি
নির্ঘুম অবেলা,
হাঁটতে স্বপ্ন, বলতে স্বপ্ন
স্বপ্ন মোর ক্ষুধায়
স্বপ্ন আমার খেলার করে
রুক্ষ পেট তলায়
আমি এক স্বপ্ন চোরা
স্বপ্নের ফেরিওয়ালা।


স্বপ্ন আমার গগনচুম্বী
পাল তোলা এক তরী
উজান গাংয়ে চলে সে
কেমন তারে ধরী
স্বপ্ন আমার নিখাত হীরা
কোটি মুদ্রার বালা,
তাহার সাথে মিলন কি আর!
আমার হবে একেলা?
তাই তো আমি স্বপ্ন চোরা
স্বপ্ন করি বিকি
আমি এক পাগল মানুষ
স্বপ্নের ফেরিওয়ালা।