সকলি এক ছায়ায়
হাসান মাহমুদ


প্রিয় শীতের পশমি আমেজ শেষ
বসন্তরা ভিড় জমিয়েছে মসৃণ ধরায়,
ফাগুন হেসে হেস গীত টানে
কোকিলার মিষ্টি ভরা সুরের মায়ায়।
পাতারা ঝরে যাবে পুরোনো দিন ভুলে
নতুন সাজে নতুন রূপে আবার ফিরবে,
বিশ্রান্ত ঝিঁঝি পোকারা সুরে হারাবে
বাউণ্ডুলের দল পাগলা হয়ে ঘুরে বেড়াবে।
সময় বদলে গেছে দক্ষিণা সমীরে
উষ্ণ অভ্যর্থনায় পাখিরা নীড় হারায়
সাদা বক,কালো কাক, বিকেল ডাকা ঘুঘুরা
সন্ধ্যার আলোজ্বলা আঁধারে নীড়ে আয়।
ধরনীর আমেজ এক আনন্দঘন হয়ে গেছে
ভুলে গেছে ধরনী শীতের পশমি আর্তনাদ,
সকল সৌন্দর্য কৃষ্ণচূড়ার রাঙা ফুলের মতো
সকল মানুষকে দিচ্ছে আত্মতুষ্টির স্বাদ।
এখন আর কাতর কন্ঠে প্রতিধ্বনিত হবে না
আমার গা শীতল আমাকে কিছু দিন
বসন্তের আগমন টইটম্বুর খুশি
মানবে মানবে নেই কোনো আর ঋণ।
বসন্তের প্রথম প্রহরে ঋণ ভুলে সবে
বসন্তের আগমন বরণের আবরণে,
এক ছায়ায় সকলি বসে সকলের মাঝ
ক্লান্ত শরীর পুষ্টির তুষ্টিতে নিয়েছে মনে।