সস্তা সম্মান
হাসান মাহমুদ


আমি ভদ্রবেশি ছন্নমতি
হাসি খুসি মানুষ,
আমায় দেখে কেন উড়াবে?
অল্প টাকার ফানুস।
আমি বড় হইছি না!
আমার একটা সম্মান আছে না?
আমি লেবাস ভুসে উচ্চধারি
শ্রদ্ধীয় লোক,
আমায় দেখে কেন ধরিবে
বাঁকা ঠোঁটে শোলক।
আমার একটা ইজ্জৎ আছে না!
আমি সমাজের কারো ধার ধারি না।
আমি উচ্চ শিক্ষিত ডিগ্রী ধারি,
সুশিক্ষিত ছেলে,
আমার সাথে আট দশ জনের কি মেলে?
আমার ক্ষমতা অতি উচু জায়গায় হাত,
তুরি দিলেই হয়ে যাবে
দিন কিয়া বাত।
এটাই হলো মোর সমাজের
সস্তা কৃত্রিম সম্মান,
অন্যের টাকায় বাবু গিরি
নিজের নাই মান।