শূন্য পাতার চিঠি
হাসান মাহমুদ

মনেরই ঐ সাদা খামে
শূন্য পাতার চিঠি,
কলমবিহীন নিত্য রাতে
তোমার নামে লুটি।

কত কথা কত ব্যথা
আপন মনে কই
শূন্য পাতার শূন্য চিঠি
মনে মধ্যে লই।

সতত ভাবি নয়ন মেলিয়া
নীল আকাশের আলোয়,
সতত কই কতযে কথা
মনের শূন্য পাতায়।

শূন্য পাতার শূন্য চিঠি
আবেগ মাখা রাত
শূন্য কালির শূন্য কলম
তোমায় লিখার সাধ।

শূন্য পাতায় সাদা খাতায়
তোমার ছবি ভাসে,
শূন্য পাতার শূন্য চিঠি
তোমার নামের আশে।

রচনা কাল ০৮/০৯/২০২০