তিশা
হাসান মাহমুদ


অপরিচিত এক বনলতা সেন
দেখতে দারুণ খাশা,
অসাধারণ নাম যে তাহার
সবাই ডাকে তিশা।


মোর ডাকাটা বিশ্রী বেশ
ছন্দ পতন সুর
অ-কারণে উল্টো বলা
মনটায় হাসির দূর।


সুশ্রী হাসি মাখা গাল
নবনীতা নিরুপমা,
প্রকৃতির মায়া মাখা রূপ
তনু তাহার অনুপমা।


বলন যেনো নদী মাখা
চলন যেনো সরুআল
আঁখি যেনো নীল গগন
মাঝ ধারে কাজল।


অধর যেনো গোলাপ  ফোঁটা
সদ্য ফোঁটা রক্তকমল,
হাসি যেনো মুক্ত ঝরে
জোনাক পোকার দল।


রং প্রিয় গোলাপ কালো
নীল লাগে ভালো,
বেগুনি তাহার বেশ প্রিয়
সন্ধ্যা সুখের আলো।


মন প্রিয় হাসি খুশি
মুখ প্রিয় সবার
নেই অভিমান নেই দম্ভ
ভালো লাগা আমার।


মনটা যেনো অতল সাগর
বিশাল ঝর্ণা ধারা,
দেখলে তারে মনটা কাড়ে
মনে গ্রীষ্ম খরা।


উৎসর্গ প্রিয় কবি তিশা খাঁন কে।