তোমার আমার স্বপ্ন


স্বপ্ন ছিলো এলোমেলো
তোমার আমার তরে,
ভাব না ছিলো হুটহাট
যখন তখন জুড়ে।
ইচ্ছা ছিলো নানান রং
আবেগ মাখা প্রাণ,
তোমার আমার চলার পথ
নানান ফুলের ঘ্রাণ।
সুখটা ছিলো হরেক রকম
নীল আকাশের চাঁদ,
দুখটা ছিলো অজানাতে
সুখের আলোর প্রভাত।
তোমার স্বপ্ন লাল চুড়িতে
আমার ছিলো নীল,
তোমার ছিলো নীল শাড়িতে
আমার ছিলো লাল।
তোমার আমার স্বপ্ন ছিলো
একটি মনের প্রাণ,
হৃদয় দুটি যদিও ছিলো
একটাই ছিলো জান।