তোমার জন্য সুচরিতা
হাসান মাহমুদ


তোমার জন্য সুচরিতা; অদূর গগনতলে রোদ্দুর গায়ে
এক তৃষ্ণার্ত পথিক হয়ে দাঁড়িয়ে আছি কাঠফাটা রোদে;
খাঁ খাঁ মনে  মাঠ ফাটা ক্লান্ত শ্রান্ত দেহে ঘুরছি
হৃদয়ে আক্ষেপ নিয়ে থমকে থমকে হাটঁছি।
তোমার জন্য সুচরিতা; শিমুলের তলে বসিনি
দেখিনি কখনো ঐ রাঙা কৃষ্ণচূড়ার ফুল,
কখনো হাত বাড়িয়ে আলতো হাতে ছুঁইনি তার তনু।
তোমার জন্য সুচরিতা; আজও হাঁটিনি সখের পথে
যেখানে না গেলে আমার শরীর ক্লান্ত লাগতো,
মনে অসুস্থ নামক এক অদ্ভুত ব্যাপার হতো
এক কথায় আমার প্রিয় পথই ছিলো সেটা ;
সেখানে আজ আমার পা পড়ে না
আমার অদ্ভুত দেহ খানির শ্যামল ছায়া পড়ে না।
তোমার জন্য সুচরিতা; সন্ধ্যার তারকা রাজি দেখা হয় না
খেলা করা হয় না জোনাকের সাথে
গল্প জুড়া হয় না আবছা আলোয় গোধূলি বেলায়;
নিয়ম করে গান গাওয়া হয়না প্রিয় জায়গায় বসে
এখন সব অপ্রিয় হয়ে উঠেছে বেশ।
তোমার জন্য সুচরিতা ;আর লিখা হয় না কবিতা
লিখা হয়না জ্যোৎস্না রাতে কবিতার পঙক্তি মালা;
লিখা হয় না পঙক্তিতে তোমার অস্তিত্ব
তোমার পরশ তোমার অলৌকিক চরিত্র।
তোমার জন্য সুচরিতা; দৃষ্টি কে আজও তন্দ্রায় যেতে দেইনি
আঁখি পাতা বুঝতে দেইনি ;
আসতে দেইনি কালো মেঘ
আসতে দেইনি সেথায় বৃষ্টি,
শুধু তোমার জন্য সুচরিতা ; আজও দৃষ্টি নন্দিত দূর পানে।