তুমি চাইলেই হতো
হাসান মাহমুদ


তুমি চাইলেই হতো; এই সুস্নিগ্ধতা আমাদের
মোহরা হতো গ্রীষ্মের দুপুরে একই ঘাটে স্নানের।
এই উষ্ণতা ছুঁতেই পারতো না আমাদের তাপে
গলে গলে বরফ হতো; জমাট বাঁধা  প্রলাপে।
তুমি চাইলেই হতো; আমাদের ঘর,ঘরের দক্ষিণা দোর
হাওয়ারা এসে অবাক হতো ; দেখে প্রণয়ের ভোর।
সুপ্ত প্রভাত প্রার্থনায় যেতো; তুমি আমি ঈশ্বর মোহনায়
পাখপাখালির কলতান হতো; আমাদের গীতালয়।
তুমি চাইলেই হতো; এই জমিনে নির্ভরতার বসবাস
বিশ্বাসে বিশ্বাসে কেটে যেতো যৌবন, বৃদ্ধ, মৃত বাস।
এই কুঁড়ে ঘর,ঘরের ভাঙ্গা জোড়া বেড়া, বেড়ার ফাঁকে প্রেম
সুখ,সুখের তৃপ্ত ঢেকু, বুকে বুক পেতে গল্পের ধুম।
তুমি চাইলেই হতো; এই সব অতৃপ্ত রসায়ন
এই প্রণয়ের বাণী রচিত হতো এই তৃপ্ত ভুবন।।