তুমি যদি আমার হতে
হাসান মাহমুদ


তুমি যদি আমার হতে
তোমায় নিয়ে তিনপ্রহরের গাঁ দেখিতাম
হিজল তলে নরম জলে গা ভাসাতাম।
কলমি লতায় দোলনা খেয়ে দিন কাটাতাম
চিল শালিকের নাচন দেখে প্রেম পড়াতাম।


তুমি যদি আমার হতে
তোমায় নিয় গাঁয়ের পথে পা বাড়াতাম
উড়াল চণ্ডী বালক হয়ে হাসি কুড়াতাম।
গঞ্জে গিয়ে হাতের মাপে সরু বালার গহনা কিনিতাম
কানের নতুন নকশি দুলে পড়িয়ে দিতেম।


তুমি যদি আমার হতে
তোমার জন্য ফুল বাগানের হাট বসাতাম
গোলাপ,চাপা,কদম,বেলি তোমায় এনে দিতেম।
ফুল কুড়িয়ে ঝুড়ি ভরিয়ে নতুন ফুলের গন্ধ দিতেম
নতুন সুরে নতুন করে আমি আবার প্রেমিক হতাম।


তুমি যদি আমার হতে
রোজ সকালে পাখির ডাকে ঘুম ভাঙাতাম
কোকিল দোয়েল,শ্যামা চড়ুই, নানান পাখি গান শুনাতাম।
সকাল হলেই সূয্যি মামার নরম হাতের ছোঁয়া দিতেম
মিষ্টি হাসির ঘুম ভাঙানির গান করিতাম।


তুমি যদি আমার হতে
গোলাপ রাঙায় ঠোঁট রাঙিয়ে নতুন ঠোঁটে তোমায় দিতেম
হাত বুলিয়ে হাসির কাছে মন খুশিতে তোমায় নিতেম।
সুখ কুড়িয়ে মালা গেঁথে তোমায় দিতাম
সুখের খাটে তোমায় নিয়ে ঘুম পাড়িতাম।


তুমি যদি আমার হতে
কাঁঠাল ছায়ায় হাওয়ার দোলায় মন উড়াতাম
দক্ষিণ সমির ধরে নিয়ে তোমায় আমি ঘুম পড়াতাম।
সন্ধ্যা হলেই জোনাক পোকার সঙ্গী হতাম
উঠোন চোকি বসে বসে জ্যোৎস্নার সাথে গল্প জুড়িতাম।


তুমি যদি আমার হতে
তোমায় আমার সকল সুখের সুখি করিতাম
দুখের সময় সুখটা কিনে হাসি ফুটাতাম।
কর্জ হলেও হাসি কিনে তোমার হাসি দেখিতাম
দেনা হলে তোমার হাসির মর্ম খুঁজিতাম।