তুমিও মানুষ হলে আমিও!
হাসান মাহমুদ


আমি আসলে দূর্বা হয়ে জন্মাতে চেয়েছিলাম
তুমি যদি শিশিরের মতো একটু আসো তাই!
এটুকুই যথেষ্ট ছিলো; শুধু দূর্বা,
তুমি শিশির হয়ে আমার গায়ে আলতো ছুঁবে তাই।
তা আর হলো কই আমার!
তুমিও মানুষ হলে আমিও তাই!
আমিও ঐ নীল গগনে উড়া পাখি হতে চেয়েছিলাম
তুমি যদি মন খারাপে একটু দেখ তাই!
জানি তুমি মন খারাপে আকাশ দেখো
আকাশের শনে সখা পাতিয়ে মন খুলে হাসো
তাই আমার ইচ্ছে হলো পাখি হয় তোমায় হাসাই।
তা আর হলো কই আমার!
তুমিও মানুষ হলে আমিও!
আমি রাত হতে চেয়েছিলাম
তুমি পূর্ণিমা হয়ে আসবে তাই,
তোমার শনে সই পাতিয়ে দেখবো তোমায়
আবার আমি জোনাক হবো তুমি হবে সেই আলো;
তোমার আলোয় তোমায় দেখবো তাই,
ইচ্ছে ছিলো চাঁদ হয়ে জন্মাতে;
তা আর হলো কই আমার!
তুমিও মানুষ হলে আমিও!
আমি নদী হতে চেয়েছিলাম
তবে জল হয়ে জন্মানো খুবই শখ ছিলো
আমি জল হলে তুমি তাতে স্নান দিতে তাই;
তোমায় তুমি আমায় চুবিয়ে শীতল হতে তাই,
তা আর হলো কই আমার!
তুমিও মানুষ হলে আমিও!
আর তো হলো না শখের জন্ম নেওয়া
এ জনমে হয়নি দেখা তাতে কি?
যদি হয় পরজনমে দেখা, তখন না হয় হবো সব!
এ জনম তো বিথা গেলো দু'জন মানুষ হয়ে
পরজনমে সঙ্গী হবো, যায়নি আশা খুইয়ে।