উজানতলীর হাড
হাসান মাহমুদ


যাইবানি সই মোর লগে উজানতলীর হাডে
করিম মিয়ার নাও বান্ধা বরই তলার ঘাডে!
শুনচি আজি উজানতলী উডছে হাতির মেলা
যাইবানি সই কিন্না দিমু চিকন হুতার মালা!
আরো দিমু লাল হলুদে হাতের চিকন বালা,
গলায় এক খান হার দিমু আরো দিমু দুল
শুনচি আরো উডছে নাকি নানান রঙের ফুল।
কেশে দিবো খোঁপার ফুল সুগন্ধি ত্যাল
কেশ বাশে মন জুড়ামু যাইমু পিচু ক্যাল।
শাড়ি দিমু,রঙ মিশিয়ে তিলক দিমু আরো দিমু খুশি
শত তালির ইচ্ছা দিমু,আরো দিমু শশি।
চরকি ঘুরামু,দোলায় দুলামু, নাচন দেখামু আরো
বাইসকোপে মুখ মুখি দেখবো তোমায় বড়।
যাইবানি সই মোর লগে নতুন শাড়ি পড়ে
উজান ভাঁটায় গান শুনামু নায়ের তটের পরে।
হাডে নাকি মজনু মিয়ার সন্তেস উডছে মেলা
গণেশ বাবুর রস মালাইয়ে মন ধরেছে জ্বালা।
তোমার মিষ্টি হাসি বেচে খাইবো শখের দই
দইয়ের শনে মুড়ি চিড়া আরো খাইব খই।
ফেরার পতে রাত দেখামু হিজল খালের জল
মন উড়ামু খালের বুকে শুয়ে চান্দের কোল।