ভুল নিও না
হাসান মাহমুদ


তোমাকে দেখার, শোনার, বুঝার জন্য হলেও
তুমি কাউকে বেছে নিও,
তবে ভুল নিও না!
আমাকে ঘৃণার জন্য হলেও ;
তুমি কাউকে বেছে নিও
তবুও ভুল নিও না!
তোমাকে হাসাতে,খুশিতে, আনন্দে রাখার জন্য হলেও
তুমি কাউকে বেছে নিও!
তবুও ভুল নিও না!
আমাকে অবহেলার জন্য হলেও
তুমি কাউকে বেছে নিও
তবুও ভুল নিও না!
আমাকে ঘৃণায় ঢেলে দিও
ঘৃণার অসম্ভব যন্ত্রণা দিও
ঘৃণার অনলে পুড়ে দিও
তবুও ভুল নিও না!
আমাকে ভুলার জন্য হলেও
তুমি কাউকে বেছে নিও
আমাকে ভুলতে হলেও
নতুন কাউকে নিজের করে নিও
তবুও ভুল নিও না ;ভুল নিও না।