শ্রমিক, তুমি কি প্রেমে মজিলে রাধার মত
পুঁজির বাঁশিতে?
নিজের যা কিছু ছিলো সবই জলাঞ্জলি দিলে
হাসিতে হাসিতে!!


বুঝলে না সর্বনাশ শিল্পী ছিলে হলে দাস
পুঁজিপতির কুটিল ফাদে।
যতই করো হাসফাস, সে গরিমা ইতিহাস
ফিরবে না যে এখন কেঁদে।