এসো সখি এ নিশীথে্ এসো অভিসারে
সবারে আড়াল করে এসো চুপিসারে
সবে নামিল আঁধার ঘন কালিমায়
এসো ধিরে জেন কেহ না দেখে তোমায়
দেখিলে পাছে হায় নিশি তমস কালি
লাগিবে তোমার গায় তাই এত বলি
ক্ষণিক পরে গগনেতে উদিবে শশি
রজনি লভিবে আলো তারি জোছনায়
আসিবে কাছে মোর বসিবো পাশাপাশি
আঁখিতে আঁখি রাখি হারাব দু’জনায়
দুটি হাত রাখিব দু’টি হাতে কোমলে
দু’টি ভৃঙ্গ বসিবে যেন দু’টি কমলে
কণ্ঠ নির্বাক তবু কথা হবে দু’জনে
এ বিজনে মনে মনে গোপনে গোপনে
দোহ সনে ক্ষণে ক্ষণে অধর চুম্বনে
এ প্রেম মিলন দেখি তরু শাখে পাখি
মদে মত্ত হবে সবে কূজনে কূজনে
সুপ্তি ভেঙে পল্লব সব উঠিবে জাগি
মৃদু বায়ু হিল্লোলে কাপিবে থরথর
শুকনো পাতা লাজে মরিবে মরমর
প্রনয় তব চৌম্বক আবেশের জোরে
তোমা পানে মোরে টানিছে অদৃশ্য ডোরে
এসো সখি পায়ে পড়ি এসো অভিসারে
সবারে আড়াল করে এসো চুপিসারে
নিশি হলো ধন্য আজি ইন্দু জোছনায়
বলি তুমি ধন্য কর হে বন্ধু আমায়
ধন্য কর মোরে তুমি ধন্য কর নিশা
ধন্য কর প্রেম ওগো পূর্ন কর তৃষা ।।