আকাশে অন্ধকারে রাত দিন একটি তারা জ্বলে
নীলাভ আলো ঢেলে ময়ূরের নীল পালকের মত
সেই তারাটায় খুঁজেছি আমি হায় আমার কল্পনায়
দুটি রাঙা চরণ যার করে বিচরণ সারাক্ষণ
খুজেছি রূপ তার সে আলোর মাঝে
বিচিত্র সাজে সাজায়েছি রঙে রসে ছন্দে মাধুরীতে
যেমনি ঢেউ ভাঙা পুকুরের জলে আলো কাপে থরথর
তেমনি আমার হাজার স্বপ্ন
আলো হয়ে তার কালো চোখে করে ঝিকিমিকি
ঠোঁটে তার হাসির আভাসে
কামনার রক্তাক্ত গোলাপ বিকাশে
অতৃপ্ত যৌবন আমার প্রজাপতি হয়ে নাচে যেন তার চার পাশে
শরীর যেন তার বর্ষার রিমঝিম বৃষ্টিতে ভেজা স্নিগ্ধ কদম ফুল
আকুল গন্ধে তার ব্যকুল বাসনা আমার পথ ভুলে যায়
তারার ভিতরে দেখেছি তারে স্বপ্নীল উপমায়