স্নিগ্ধ হাসিতে যেন
তোমার অধরে থরে-থরে ফুটে ওঠে ফুল
রক্ত রাঙা এক গুচ্ছ শিমুল
সে শিমুল রক্ত আভায়
হৃদয়ের যত কালি ভরে লালিমায়


তোমার চোখের গভীর দৃষ্টি সুরায়
বিগত দিনের মৃত স্বপ্নেরা আমার প্রাণ ফিরে পায়
হয়ে প্রজাপতি
তোমার এলো চুলে ফুটে থাকা শত ফুলে
রঙিন পাখা মেলে নেচে নেচে যায়
সত্য হবে বলে রূপান্তরের আশায়


তোমার কণ্ঠ যন্ত্র হতে যদি বাজে একটি তুচ্ছ কথা
সে কথা সংগীত হয়ে ভরে দেয় আমর অসীম শূন্যতা


তুমি এসে সম্মুখে দাড়ালে
অতীত ভবিষ্যৎ আমার লুকায় আড়ালে
শুধুই বর্তমান
ময়ূরের মত তার ধরে যে পেখম মেলে


চোখের অলখে চলে যাও যখন
আমার দৃশ্যপটে রাত্রি নামে তখন
সে রাতের নীলাভ আকাশ পটে
অসংখ্য তারা স্বপ্নের রঙ বুকে নিয়ে ফুলের মত ফোটে


তোমার বিমূর্ত মূর্তি আমার চেতন মনে
সংগোপনে বেধেছে বাসা
আমার অনুভূতির কেন্দ্র স্থল করেছে দখল
ভাবনা বেধেছে তার কঠিন শৃঙ্খল
তবেকি এরই নাম ভালোবাসা ?