ওগো মাটি, ওগো জন্মভুমির সুশীতল হৃদয় আকুল করা কোমল গন্ধ ভরা মাটি
আমার উলঙ্গ পায়ের তলায় তোমার সুশীতল পরশে
নিভে যায়, নিভে যায় হৃদয়ের অগ্নিকুন্ড যত,
আমার স্নায়ু ভরে দেয় সুস্থতায় ।
তোমার গন্ধে বিভ্রান্ত চেতনা আমার ফিরে পায় স্থিরতা ।
মন চায় বিবস্ত্র শরীরে তোমার অঙ্গে অঙ্গ মিশিয়ে শুয়ে থাকি সারা রাত
সত্যি সত্যি যে দিন আমার বিবস্ত্র নিথর শরীরটাকে
শুইয়ে দেবে তোমার গর্ভে
সেদিন হাসবে বুঝি আত্মার মাঝে শান্তির পূর্ণিমা ।
শুধু অনুরোধ এত টুকু আমার শরীর পচে যে জৈব সার জমবে তোমার মাঝে
তা দিয়ে আমার অনেক কথা আর ব্যথা ভরা ঘুমন্ত হৃদয়টাকে
জাগিয়ে তুলো, ফলিয়ে তুলো একটি রজনিগন্ধা করে
যার গন্ধ ছন্দ তুলবে রাতের বাতাসে
আর অনেক কথা আর ব্যথা ভরা সে গন্ধ বহ বাতাস
হয়ত কোন নিসঙ্গ রূপসির সিক্ত করে দেবে স্নায়ু
আর মনে তুলবে গত প্রেমের শত স্মৃতি
অথবা আকাশে ফুটন্ত লাল সাদা হলুদ আর নীল আলো ঝরানো তারাদের সাথে
(যত কথা আর যত ব্যথা ছিল তার পৃথিবীতে ছিল যত ছোট ছোট অপূর্ণ সাধ)
বলে বলে নিঃশব্দে কেটে যাবে রাত ।