ফুল, গন্ধ ছড়ায় সে দখিনা বাতাসে
মধু চোর এসে সব টুকু মধু চুরি করে নিয়ে যায়
শুধু তার ভালোবাসা পড়েরয় ক্রন্দনরত;
ফুলেদের সেই ক্রন্দিত ভালবাসা চেয়ে আমি নিয়েছিযে
ভরেছি হৃদয় ।


যেই পাখি দু’টি হৃদয়ে হৃদয় জড়ায়ে
খড়কুটা ডালপালা কুড়ায়ে কুড়ায়ে
গড়েছিল সুখের স্বর্গ এতটুকু নীড় ;
সেই সে স্বর্গ নীড়ে নরকের আগুন জ্বেলে
প্রিয়ার আকাশ অসীম ভালোবাসা অবহেলা করে
হয়ে গেছে অন্য কারো;
সেই প্রিয়াদের বেদনার নীলে ঠাসা আকাশ-অসীম ভালোবাসা দিয়ে
হৃদয় ভরেছি আমি ।


আকাশের অই একা চাঁদটা
না পাওয়ার কত কলঙ্ক নিয়ে বুকে
তবু সে হাসিমুখে
ভালবেসে এই নিষ্ঠুর নীল পৃথিবী’রে
আলোয় আলোয় রুপালি ভালোবাসা ঢালে ;
আমি তার হৃদয়ের অবাধ অসীম দানে
ভরেছি হৃদয় ।


যারা শুধু দিয়ে গেছে প্রেম
পায়নি প্রেমের সাধ কভু হৃদয় যাদের
আমি জগতের সেই সব প্রেমিক ও প্রিয়াদের তিল তিল ভালোবাসা দিয়ে
গড়েছি হৃদয় তিলোত্তমা ।