তোমাকে বন্ধু বেসেছি ভালো
তাই মনে মনে অদ্ভুত আকর্ষণে হৃদয়ের আনবিক দূরত্বে ডেকেছি তোমায়
ভেবেছি জীবনের অভিন্ন অংশ তুমি


দৈনিক সকল কাজের মাঝে আমার অস্তিত্বে তুমি সূর্য হয় জ্বলো
আর রাতের নিস্তব্ধতায় ঘুমের অন্ধকারে
অজস্র তারা হয়ে বর্ণিল স্বপ্ন ঢালো
কিন্তু বুঝিনি কেনজে আমায় ভাবনি এমনি করে
ঘৃনা আর অবহেলার বিপুল বিকর্ষণে ঠেলে দিছ দূরে
তাই নাক্ষত্রিক দূরত্বে দাড়িয়ে আমি আজ
তারার মত চোখে আলোজ্বেলে জ্বলন্ত হৃদয় নিয়ে
তোমার নীল রূপ দেখে যাই ।