বৃথাই কেন এ জীবন বয়ে চলে শম্বুকের মতন
জীর্ণ বিদীর্ণ ক্ষত বিক্ষত হৃদয়ে
বয়ে চলে যদি তবে নদীর মত কল হাস্যে
জোয়ার উচ্ছ্বাসে কেন বয়ে চলে না কো
শরীরে মানবের দংশে যদি কামনার কীট
তৃপ্তির কীটনাসক কেন নেই তবে
ফুটিয়া ওঠেনা কেন ফুলের মত
ত্রিনয়নে ফলে যদি স্বপ্ন কলি
কেন হৃদয়ের কাক নীড়ে প্রণয়ের ডিম পেড়ে
উড়ে যায় বাসন্তী পাখি
দু’চোখে ঝরে কেন পানি হৃদয় কেন কাদে
মস্তিস্কে ঝরে কেন বেদনার রস
ফুল নারী প্রেম থাকতে ধরায়।
দারিদ্র্য রোগ শোক বিচ্ছেদ
হৃদয় ছিঁড়ে ফেড়ে ক্ষত বিক্ষত করে দিয়ে যায়
যে হৃদয় হাসি আনন্দের ঢেউয়ে হয় উদবেল।
কেন বৃথা জন্ম
আর জন্ম যদি
কেন তার ক্ষেতে বোনা মৃত্যুর বীজ
এ জীবন এ জগৎ কেন এত অর্থহীন
সব সুখ হয়ে যায় মাটি
হাসি হয়ে যায় ম্লান
শান্তি কোথায়
এ হৃদয় শান্তি পাবে বুঝি মৃত্যুতে হয়ে লীন