আমার রক্তে মরুর হাহাকার তোমাকে পাবার


আমার আঙুল গুলো মধুপ ব্যাকুল
তোমার ও কালো চুল ছুঁয়ে দেখবে বলে


আমার শ্রুতিতে নোনা সমুদ্রের প্রবল তৃষ্ণা
নদী ছলছল তোমার ও কথার মিঠা জল
পান করবে বলে


আমার দৃষ্টিতে সূর্যমুখীর মূর্খ বাসনা
তপ্ত সূর্যের মত তোমার মুখের সৌন্দর্য আভায়
সারা দিন আমার এ দুটি চোখ পুড়ে যেতে চায়


আমার মগজে স্বপ্ন সাধনা
ঘুমের মাঝে তোমার স্বপ্নের নীলিম আকাশে
উদাস ডানা মেলে পাখির মত উড়ে যায়


আমার এ দু’টি ঠোঁটে মাতাল আকাঙ্খা জাগে
তীব্র মদির গন্ধে ভরা
তোমার ঠোঁটের মদের পেয়ালায় তৃষিত চুমু খেতে


আমার এ দুটি বাহুলতা
স্নয়ু জুড়ে তার চাঁপা লতার আকুলতা
তোমার ও তমাল তরুর মত দেহখানি
নিগূড় আলিঙ্গনে জড়াতে


আমার বক্ষে উছলে বাসনা পারাবার
সারটি দিন ও রাত্রি তোমাকে পাবার