সেই কবে ভেবেছিলাম ঘর ছাড়া এক উদাস বাউল হব
একতারা হাতে বুনো পাখিদের মত গান গেয়ে
সারা দিন করে দেব পার
আর সবুজ প্রকৃতি দেখে দেখে
বানাব হৃদয়টারে শ্যমল তেপান্তর।
মাতাল হাওয়ার মত জীবনটা আর
দেবে না ধরা শুতোয় বাধা বেলুনের ফাদে।
পোষমানা অই সুন্দর পায়রা হবো না কো
হব আমি কুশ্রী বুনো পাখি ।


ভেবেছিলাম কোন বেদের মেয়েকে ভালোবেসে
তাদের ঘর ছাড়া নায়ে চলে যাব—
আসব না ফিরে আর
আমি যাযাবর মেঘের মতন—
দিক দিগন্তে দেশ দেশান্তে চলে যাব
আসব না ফিরে আর
ঘর সংসার নামে বৃত্তাকারে ছুটে চলা একঘেয়েমি জীবনে—
দিগন্তে বিলীন সবুজ প্রান্তরের মাঝে গোছড়ে আঁটা বলদের মত—
বেদের সাথে জীবন বয়ে যাবে
নদীর মত কলহাস্যে জোয়ার উচ্ছ্বাসে আঁকাবাঁকা সম্মুখ গতিপথে।


কিন্তু হায় আমার বিবেক এ কেমন নিষ্ঠুর
আমার সাধের শিশু স্বপ্ন মেরেছে সে শ্বাস রোধ করে।
হায় আমার জৌবন কেন এত কাপুরুষ
পরেছে গলায় পরাধীনতার বেড়ি।


তাই পারিনি সাড়া দিতে ঘর ছাড়া আহ্বানে
একতারা হাতে পারিনি বাউল হতে মরমি গানে গানে
পারিনি বেদিয়ার সাথে জীবন ছুটাতে পথে


কি এক অবাক প্রতিশ্রুতি আমারে ধরেছে টেনে
রেখেছে জিম্মি করে নোংরা ঘরের কোনে
সংসার মায়াজালে হৃদয় পড়েছে ধরা
তড়পায় শুধু তবু বাঁধন যায় না ছেড়া


হৃদয় আমার মুক্ত বিহঙ্গের মত
প্রভু ভক্ত কুকুরের মত বিবেক আমার দাসত্ব পরায়ন
দু’জন দুদিকে টানে
মাঝে অন্তর আমার ভেদিছে অসহ্য বিষাক্ত বাণে।