চলনা বসি দুজনে অই খানে বেঞ্চিতে
যেখানে জারুল গাছ বেগুনি ফুল বুকে নিয়ে ফেলেছে ছায়া
হৃদয়-শুশ্রূষা ভরা সুশীতল
যেখানে ছড়িয়ে আছে ঝরা ফুল গুলো ঘাসের পরে ক্লান্ত স্বপ্নের মত


দেখন এখানে কেমন হৃদয়ের অতলান্তিক তলে ডুবে থাকা ভাবনার মত নির্জন
নিঝুম বনে দুটি পাখির মত-
শুধু তুমি আমি পাসাপাসি ছাড়া যেন আর নাই কেউ
যেন সময়টা আজ ক্লান্ত হয়ে থেমে গেছে আমাদের মুখোমুখি এসে
এমন আবেগি বিকেল বেলায় আমার হাতে রাখো তোমার হাত
বলবো বুকের গহিনে জমে থাকা হাজার না বলা কথা তোমার কোমল হাত দুটি ধরে
তোমায় আমায় ভালোবেসে বেগুনি ফুল বৃন্ত খসে
পড়বে ঝরে মাথার পরে
ভালোবাসার সুতায় বেঁধে উড়াব ঘুড়ির মত যন্ত্রনা যত


এ বাস্তব জীবনটাকে মাঝে মাঝে মনেহয় স্বপ্নের মত
কখন জানো? যখন তুমি কাছে এসে বসো
আমার হাতে রাখো তোমার দুটি হাত
মনে হয় “হাজার দিনের শেষে নেমেছে স্বপ্ন বিলাসী রাত,
সূর্যের খরতাপ মুছে গেছে, জেগে আছে চাঁদ
মৃদু মায়াময় রূপালি আলো নিয়ে
সে শউলি ঝরানো রাতে
তুমি আমি পাসাপাসি বসে
ভিজে যাচ্ছি রূপালি বৃষ্টিতে”
আর যখন বল তবে যাই
”তখনই স্বপ্ন ভেঙে যেন মাঝ রাতে নামে মধ্য দুপুর
আর আমি পড়ে যাই আগুনে”
তুমি এক পা দু পা করে ধীরে চলে যাও দূর থেকে আরো দূরে
আমার স্বপ্নও চলে যায় তোমার পিছে পিছে
আমার স্বপ্নগুলো জটের মত জড়িয়ে গেছে
তোমার নূপুরে, হাতের চুড়িতে, চুলের ক্লিপে
তাই তুমি থাকলে স্বপ্ন খুজে পাই
খুজে পাই জীবনের গভীরে জমে থাকা সুখ গুলো
তুমি না থাকলে হারিয়ে ফেলি সব
ভিড় করে দুঃস্বপ্নেরা
বাস্তবের ভয়াল মুষ্টি আমার হৃদয় চেপে ধরে


তাই মনে হয় তোমাকে সারাক্ষণ বাহুতে বেঁধে রাখি বাহুবন্ধের মত
কিন্তু পারি না, তুমি জানো কি না জানি না-তুমি মোর কত খানি
শুধু আমি জানি
আমার দুঃখের সাগর মাঝে তুমি একটুকরো সুখের শ্যামল দ্বীপ
আমার পাতাঝরা বনে তুমিই একমাত্র লা্ল ফুল।