তোমার হৃদয় বিষবৃক্ষে ফুটেছে যে কষ্টের নীল ফুল
আমার ভালোবাসার উদাম বাতাসে
ঝরাবো সকলই হালকা বৃন্ত শিউলির মত
মুঠো মুঠো কুড়ায়ে আনবো সকল কষ্ট তোমার
সে কষ্টের নীলফুলে আমার স্বপ্ন মেশায়ে
জটিল রসায়নে বানাবো একজোড়া নীল পালকের পাখনা
তোমার বাহুমূলে সে পাখনাযুগল জুড়ে দেবো সযতনে
দেখবে তখন তুমি কেমন মজা হবে
আমার স্বপ্ন মাখা পাখা ঝাঁপটে উড়ে যাবে তুমি সুদূর আকাশে
যেখানে নীল পাহাড়ে ফিনকি দিয়ে চাঁদ খুলেছে আনন্দ ফোয়ারা
সে ঝর্ণাধারার রুপালি জলে অঙ্গ ভিজিয়ে নিও
ধুয়ে ফেলো যত কষ্টের দাগা আছে হৃদয়ে তোমার
দেখবে সেথায় আরো চাঁদের ফোয়ারা ঘিরে
নীল পাহাড়ের গায়ে গায়ে ফুটে আছে
নীলাভ হলুদ লাল বাহারি নানা রঙের স্বপ্ন তারা
যখন খুশি যেটা ইচ্ছা তুলে এনো মুঠোয় পুরে
সাজিয়ে রেখো বুকের মাঝে ফুলদানিতে
দুঃখ তখন থাকবে না আর
আনন্দ আর স্বপ্ন ফুলে ভরে যাবে হৃদয় তোমার
আমায় যেন তখন তুমি দোহাই তোমার
ভুলে যেও না কো
তোমার স্বপ্ন সুখের পাসে আমাকেও রেখো