দাও তবে তোমার সিক্ত আকাশে কয়েক মুহূর্ত ঠাই
ক্ষণজীবী এ রঙিন রংধনু
ক্ষণিক ছড়ায়ে আভা তোমর আকাশ জানাব বিদায়
যেখানে বিশ্ব চিরন্তন নয়
তবে আমি ছার কেমনে ফেরাব এ মুখ
কেন মিছে বসে থাকা নীল-আকাশ পথ চেয়ে


চিরন্তনী যদি চিরদিন মায়ামৃগ
ক্ষতি কি তোমার সিক্ত আকাশে বৃষ্টি শেষে পরাজিত উষ্ণতা ছুতে
ক্ষতি কি ভাসাই যদি মুহূর্ত এ রাঙা প্রেম শিমুল তুলোর মত নরম শুভ্র ও ভেলায়
ক্ষতি কি মুহূর্তের মাঝে কথিত শ্বাশতী সুখ লুফে নেই যদি
এ বসুধা মাঝে যদি পান করি কল্পিত স্বর্গ-সুধা নদী


মন্তব্যঃ রমজানের ক্লান্তি, ঈদের আমেজ ও চাকরিতে নিয়োগের ঝামেলা শেষে বহুদিন পর আবার কবিতা আসরে কবিতা পোস্ট করলাম। সবাইকে অভিনন্দন