স্বপ্নের শিউলি আবেশ ছিড়ে সহসা ঘুম ভেঙে জেগে দেখি, একা বিছানায়
চারপাশে অন্ধকারের তুমুল কোলাহল
ডুবেছে রাতের জাহাজ উত্তাল আধাঁর সমুদ্রের কতটা গভীরে আজ?
সহসা কান খুলে শুনি অঝর বৃষ্টি
আমার টিনের চালে, অগণিত নর্তকি
জলের ঘুঙুর পায়ে, ঝমঝম সিক্ত আওয়াজে
শ্রুতিকে বধির করে, হরদম নাচে অবিরাম
তাদের জলজ নূপুরের এমন ব্যথিত কান্নার শুরে
ওপাসে কদম গাছে কলি চিরে ফুল হলো কি ডাগর?
নবিন কেশর নিয়ে সদ্য ফোটা ফুলগুলো
সদ্যস্নাত সলাজ কিশরীর মত ভিজে কি চুপচুপ?

আজ বর্ষায় মনের ভিতরে টুপটাপ বৃষ্টি ঝরে পদ্মপাতার প’রে
শুন্যতার কদম এক আকঙ্খার কেশর নিয়ে আমার আধারেও
ফোটে-ভেজে- ভিজে ঝরে যায়।