সন্ধ্যা পেরিয়ে ক্রমাগত বাড়ে রাত
বিবশ মগজে ঘুমের আবেশ ছড়ায়
(আফিমের মত)একটানা ঝিঝির ডাক
স্মৃতি প্রেম স্বপ্ন উধাও আজ
নাই সুখের উপলক্ষ, দুঃখেরও দুর্ভিক্ষ চলে
নিরপেক্ষ সকল আকর্ষণ
বিছানায় লেপ্টে আছে দেহ মন
অচেতন জড়ের মতন
তাই ঘুমের পুকুর পাড়ে বসে অপেক্ষা
মগজ বড়শি গিলে যদি
একটি রঙিন স্বপ্ন মাছ


স্বপ্ন-আশা-ভালোবাসার পেট্রলিয়ামে চলে এ জীবন
তা যদি ফুরায় তবে এ বাঞ্চাল জীবন গাড়ি আর—
প্রাণহীন ওই বই, বাক্স, কলমে ফারাক কোথায়?


আমার স্বপ্ন আশা ভালোবাসা হারিয়েছি
কি জানি কোথায় কবে!
এ জড় জীবনে ফের, কে ফেরাবে উদ্যাম
পাথর পাহাড় গলে ঝর্ণার মত জীবন—
কবে সে আবার  হবে দুরন্ত নদী!!