রাতের নৌকা
চাঁদের পালতুলে ভেসে যায়
উজল পূর্ণিমায়
কে যেন জ্বালায় তারার পিদিম
চারপাশে অগণিত
প্রস্ফুটিত কামিনীর মত
হাসনাহেনার সৌরভ ঠোটে নিয়ে
কোন কামনায় ছুটে চলে
মন্দগতি হেমন্তের হিম হাওয়া?
নেশায় ঝিম খাওয়া বিবাগি জোনাকি
ছুটে চলে কৃষ্ণ প্রেমাহত রাধিকার মত


রূপসি এমন রাতে
উপসি এ মন
আকাঙ্খার সৌরভ বুকে নিয়ে
দোলনচাঁপার মত জাগে সারাক্ষণ
যত চিন্তা কাজ, ভয় ভাবনা লাজ
ফেলেদিয়ে সব মিখোমুখি বসি
আজকে দুজন
এসো জাগি সারা রাত
ঘুমহীন স্বপ্নময়
চাঁদের জোছনায় উবে যাক ব্যথা সব
ন্যাপথরিনের মত
হৃদয়ে ফলেছে যত
চল স্বপ্নের উল্কাতে ছুটে চলি
তারাদের অলিগলি
মুখোমুখি আলাপনে গভির হোক রাত
এই রাত যেন হয় অনন্তমহাকালের
সীমাহীন রাত


আজ এ আগুন জ্বলা রাতে
উষ্ণ পোষাকে ঢাকা
হিম থর থর
আমার শরীরেও আজ আগুন জ্বলে
মোমের শরীর নিয়ে
মনের ভিতরে যেই জন
প্রিয়তমা, এ আলোয় হোক তব আগমন
ছুয়ে দাও এ আগুন
স্পর্শ তোমার রন্ধ্রে রন্ধ্রে
ফোটাক বকুল
আমার চঞ্চু তোমার প্রতি পালকের মূলে
খুলে দিক মধুর ঝর্ণা ধারা
মোমের শরীরে তোমার
প্রেমের শুতোয় লাগুক আগুন
উঠুক জ্বলে শুখের বাতি
আমাদের মোমের বাতি
বরফে আগুনে, শরীরে মনে
একাকার হয়ে যাক
পূর্ণিমা এ রাতে আমাদের উদ্ধত প্রেম
পূন:পূর্ণতা পাক