ওপার বাংলার একজন বিখ্যাত লেখক বলছিলেন


“এমন একজন বাঙ্গালী খুঁজে পাওয়া কঠিন যে জীবনে ফুটবলে একটা লাথি মারেনি বা দু লাইন কবিতা লেখেনি”।
বাঙ্গালির এই কাব্য প্রেমকে রসিকতা করে আরেকজন সমালোচক বলেছিলেন


“কবিতা কবিতা আর কোরনা, কবিতা হয়েছে বাসি বাংলাদশে কাকের চাইতে কবির সংখ্যা বেশী” ।


আমি এই দুলাইন কবিতা লেখা কাক কবিদের একজন । প্রযুক্তি নির্ভরতার এই যুগে প্রযুক্তি থেকে দূরে থাকা মানে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পরা, পিছিয়ে পরা । তাই “স্বরচিত” এর মাধ্যমে আমার কবিতার খাতাটাকে ডিজিটাল করে নিলাম । তাইতো এই ব্লগটির শিরোনাম দেয়া হয়েছে


"এই হল মোর কবিতার খেরোখাতা ইচ্ছে হলে যখন খুশি লিখি যা তা।"


আমার কবিতার ব্লগে সবাইকে আমন্ত্রণঃ


ব্লগের ঠিকানাঃ


স্বরচিত
www.sorocito.tk


ধন্যবাদান্তে,


হাসান ইমতি ।


বিদ্রঃ ভুলবশত এখানে অন্য একটি লেখা দেয়া হয়েছিল । ঐ লেখাটি পরে দেয়া হবে। এই ভুলের জন্য দুঃখিত । ভুলটি ঠিক করে মুল লেখাটি দেয়া হল । যদিও এই লেখাটি সরাসরি কবিতা নয় তবে কবিতা সম্পর্কিত তাই অপ্রাসঙ্গিক মনে হয়নি এটি আমার নিজের কবিত্ব সম্পর্কে একটি আত্মকথন ও আমার কবিতার জগতের সাথে বন্ধুদের পরিচয় করানো । তবু যদি কারো কাছে অসঙ্গত মনে হয় তবে সেজন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি ।