-এতো সমাজের বিত্তশালী শ্রেণীর কি"করি আজ ভেবে না
পাই, এতো টাকা কি কাজে যে লাগাই, কি দিয়ে যে নিজের
শ্রেষ্ঠত্ব ফলাই" ধরনের বিলাস ও ব্যয়বহুল একটি উচ্চমার্গের
প্রকল্প বলে প্রতিয়মান হচ্ছে, এতে সাধারন মানুষের মৌলিক
আবাসন সমস্যার কোন সমাধান তো হবে না, এই প্রকল্প তো
আর আমাদের চাওয়া পাওয়ার কথা ভেবে পরিচালিত হচ্ছে না,
তাই কি আর করা যাবে, অন্য অনেক কিছুর মত মেনে নেয়া
ও মানিয়ে নেয়ার মধ্যবিত্ত সুত্র মেনে শুধু আক্ষেপ না করে বরং
আমাদের স্বজাতি পৃথিবীর মানুষেরা এতো কিছু করছে, আমরা
এসব শুনেই না হয় পুলক ও গর্বমিশ্রিত আনন্দে একটু উদ্বেলিত
হই । এ আবাসিক জাহাজটি কি জ্বালানী দিয়ে চালিত হবে,
এটির যাত্রা পথই বা কোথা থেকে কোথায় হবে, এ বিষয়ে কি
আপনার ঐ পত্রিকায় লিখেছে কিছু, বিস্তারিত জানেন এ বিষয়ে?  


- হ্যা, এ সম্পর্কেও তথ্য দেয়া আছে ঐ অনলাইন পত্রিকায়,
মুলত সৌর ও বায়ুশক্তি দিয়ে এ জাহাজটি পরিচালিত হবে ।
এ জাহাজটি আমেরিকার পূর্ব উপকূল থেকে প্রথম যাত্রা শুরু
করে আটলান্টিক সাগর দিয়ে ইউরোপে যাবে ও ভূমধ্যসাগরেও
ঢুকবে । এরপর জাহাজটি আফ্রিকার কেপ অব গুড হোপ হয়ে
যাবে অস্ট্রেলিয়াতে। পূর্ব এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি
দিয়ে শীতকালে এই জাহাজটি পৌঁছবে উত্তর আমেরিকার উত্তর
উপকূলে। এরপর গ্রীষ্মকালে যাবে দক্ষিণ আমেরিকায় ।


বিদ্রঃ আজ প্রকাশিত হল নিম্ন ও মধ্যবিত্যের গন্তব্যে পৌঁছানর বাহন ঘিরে রচিত“লোকাল সার্ভিস” সিরিজের একান্নতম পর্ব । প্রতিনিয়ত চলমান পথ থেকে পরিনতির গন্তব্যে ছুটে চলা রংচটা লোকাল সার্ভিস ও তার সাথে জড়িত কিছু আপামর মানুষের গাথাই উপজীব্য হয়েছে এই বহুমাত্রিক Dialogue ঘরানার কবিতায় । সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।