- পরিবেশগত বিপর্যয় তো এই শতাব্দীর আধুনিক মানুষের
জন্য বিরাট এক দুশ্চিন্তার অন্য নাম, অস্বাভাবিক জনসংখ্যা
বৃদ্ধি, জল, স্থল ও বাতাস তিন মাধ্যমেই সর্বগ্রাসী পরিবেশ
দূষণ, অপরিকল্পিত বা সামঞ্জস্যহীন শিল্পায়ন ও নগরায়নের
ফলে বনাঞ্চল ধ্বংস, বিশ্বায়ন, পারমানবিক এবং রাসায়নিক
অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা ও ব্যবহার ইত্যাদি বহুবিধ কারনে
আমাদের এই পৃথিবী আজ ভয়াবহ নিরাপত্তা ঝুঁকির মধ্যে
আছে । ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, গ্রীন হাউজ ইফেক্ট,
ওজোন স্থরের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া ইত্যাদি সহ আরও
কিছু কারনে যে কোন মুহূর্তে পৃথিবীতে নেমে আসতে পারে
ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সুনামির মত ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ।


-আধুনিক বিশ্বের উন্নত রাস্ট্রসমুহের ক্রমবর্ধমান পারমাণবিক
শক্তিবৃদ্ধি প্রবনতা ও ক্ষমতা প্রদর্শনের জেরে পরাশক্তিগুলোর
মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা নিয়ে বিশ্বের মানুষ
একসময় যতটা সঙ্কিত ছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে মার্কিন
যুক্তরাষ্ট্র কেন্দ্রিক বিশ্ব ক্ষমতার একক মেরুকরনের ফলে সেটা
অনেকটা প্রশমিত হলেও এখন চেয়ে বেশি শঙ্কার বিষয় হয়ে
উঠেছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সহ নানামুখী পরিবেশগত বিপর্যয়
ও ভারসাম্য হীনতার সম্ভবনা ।


বিদ্রঃ আজ নিম্ন ও মধ্যবিত্যের গন্তব্যে পৌঁছানর বাহন ঘিরে রচিত“লোকাল সার্ভিস” সিরিজের উনষাটতম পর্বের মাধ্যমে এই আসরে আমার ২৯৯ তম প্রকাশনা পূর্ণ হল । গত কয়েকদিন ধরে আসরে মন বসাতে পারছিলাম না, কিছু কারনে আসরে আর আগের মত প্রানের ছোঁয়া পাচ্ছিলাম না, একটানা লিখতে লিখতে কিছুটা একঘেয়েমিতেও ভুগছিলাম, সাথে আছে প্রাণঘাতী ব্যস্ততা তাই আসর ছেড়ে চলে যাবার ভাবনা এসে ভর করেছিল, যখন চলে যাবার কথা ভাবলাম অনেক পিছুটান এসে বাধা দিলো, অনেক পুরনো কথা মনে পড়ে গেল, তখন আবার মনই বেকে বসলো, তাই মনে হচ্ছে এখনো চলে যাবার সময় হয়নি, আছি আরও কিছুদিন । পুরো ব্যাপারটিই মানসিক,  যাওয়া বা থাকা দুটোই মনের উপর নির্ভর করছে, যতক্ষণ মন চাইবে থাকবো, যদি মনে হয় আর নয় তাহলে চলে যাব । ৩০০ তম থেকে বিদায় নয় শুরু করতে চাই আরেকটি নতুন যাত্রার, সাহিত্যের এই যাত্রা একটি অনন্ত পথের দিকে নতুন সূচনা তাই শীতঘুমের পরিবর্তে ৩০০ তম লেখা হিসাবে আগামীকাল আসতে যাচ্ছে  “নতুন সূচনা” । সবাইকে অগ্রিম আমন্ত্রন রইল পড়ার । আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।