- ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে উচ্চ তাপমাত্রায় গলে
যেতে পারে দুই মেরুর পুঞ্জীভূত বরফ, এর ফলে সাগরের পানি
স্তরের উচ্চতা বৃদ্ধি পেয়ে সাগরের পানির নীচে নিমজ্জিত হতে
পারে বাংলাদেশসহ পৃথিবীর বর্তমান স্থলভুমির নিম্নাঞ্চলের
একটি বিরাট অংশ, তখন তো বাধ্যতামূলকভাবে অস্তিত্ব টিকিয়ে
রাখার জন্য মানুষের বড় একটি অংশকে জলজ জীবন বেছে
নিতে হবে কোনরকম পূর্ব প্রস্তুতি বা সতর্কতা ছাড়াই ।


- মূল ক্ষতিটা হবে তৃতীয় বিশ্বের নিম্নাঞ্চলের দেশগুলোর।
কারণ এসব দেশের অনুন্নত অবকাঠামোর সঙ্গে পাল্লা দিয়ে
বাড়ছে জনসংখ্যা। ইতোমধ্যে সর্বোচ্চ ঝুঁকির মধ্যে পড়ে গেছে
দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ মালদ্বীপ। এই উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ
অঞ্চলেই রয়েছে বাংলাদেশের মতো কিছু নিচু উপকূলীয় দেশ।
গবেষণায় দেখা গেছে, সমুদ্রের উচ্চতা আর মাত্র এক মিটার
বাড়লেই বাংলাদেশের প্রায় বাইশ থেকে পঁয়ত্রিশ লাখ মানুষ
হারাবে তাদের বাসস্থান, এটি ২০৫০ ইং সালের মধ্যেই ঘটবে
বলে আশঙ্কা করা হচ্ছে।


- সামগ্রিক বৈশ্বিক দূষণের দায় নিতে হচ্ছে কিছু ভুক্তভোগী
অনুন্নত দেশকে, দূষণের জন্য যারা মূলত দায়ী, উন্নত বিশ্বের
সেসব দেশ থেকে যাচ্ছে ক্ষতির মুল অংশের বাইরে ।
    


বিদ্রঃ সাময়িক বিরতির পর আজ আবার প্রকাশিত হল নিম্ন ও মধ্যবিত্যের গন্তব্যে পৌঁছানর বাহন ঘিরে রচিত“লোকাল সার্ভিস” সিরিজের বাষট্টিতম পর্ব । প্রতিনিয়ত চলমান পথ থেকে পরিনতির গন্তব্যে ছুটে চলা রংচটা লোকাল সার্ভিস ও তার সাথে জড়িত কিছু আপামর মানুষের গাথাই উপজীব্য হয়েছে এই বহুমাত্রিক Dialogue ঘরানার কবিতায় । সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।