- হ্যা, মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির পেছনে বাংলাদেশ সহ
এই অঞ্চলের অনুন্নত দেশগুলোর তেমন কোন অবদান নেই।
কিন্তু এর ক্ষতিকর প্রভাব এড়াতে পারছে না বাংলাদেশ সহ
এইসব দেশ। উষ্ণতা বৃদ্ধির ফল হিসাবে অন্যান্য অঞ্চলের
মত বঙ্গপোসাগরের পানির উচ্চতাও বাড়ছে । এর ফলে এক
লাখ চৌচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের কৃষি প্রধান
এ দেশটিতে বিপর্যয় ঘটবে এর জীবিকার মুল উৎস কৃষি
উৎপাদন ব্যবস্থায়ও। প্রায় ষোল কোটি মানুষের এ দেশটির
কৃষি জমিতে সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে নষ্ট হবে উর্বরতা ।


- কৃষি ক্ষেত্রে পরিবেশ বিপর্যয়ের এই প্রত্যক্ষ ক্ষয় ক্ষতি ছাড়াও
এতে আরও অনেক পরোক্ষ সমস্যার মুখে পড়বে দেশ,এর ফলে
দেশের প্রায় ২০ লাখ কৃষক তাদের আবাদি জমি হারিয়ে জীবিকার
সন্ধানে ছুটবে শহরের দিকে। এতে শহরগুলোতে জনসংখ্যা জনিত
বহুমুখী চাপ আরও প্রকট আকার ধারণ করবে।


- শিল্পোন্নত দেশগুলোর সীমাহীন গ্রিনহাউস গ্যাস নিঃসরণ,
রাসায়নিক ও জৈব জ্বালানির ব্যবহার করার কারণেই এ বিপর্যয়
নেমে এসেছে। এ কারণে উন্নত দেশগুলোর কাছে ক্ষতিপূরণও  
দাবি করে আসছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। উন্নত বিশ্ব বার বার
ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেও সত্যিকার অর্থে কিছুই করছে
না। তাই সমূহ বিপদ এড়াতে যেকোনো মূল্যে কার্বন ডাই
অক্সাইড নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত
দেশগুলোকে দেওয়া প্রতিশ্রুত ক্ষতিপূরণ দিতে দায়ী ধনী
দেশগুলোকে বাধ্য করতে হবে বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা।


বিদ্রঃ সাময়িক বিরতির পর আজ আবার প্রকাশিত হল নিম্ন ও মধ্যবিত্যের গন্তব্যে পৌঁছানর বাহন ঘিরে রচিত“লোকাল সার্ভিস” সিরিজের তেষট্টিতম পর্ব । প্রতিনিয়ত চলমান পথ থেকে পরিনতির গন্তব্যে ছুটে চলা রংচটা লোকাল সার্ভিস ও তার সাথে জড়িত কিছু আপামর মানুষের গাথাই উপজীব্য হয়েছে এই বহুমাত্রিক Dialogue ঘরানার কবিতায় । সবাইকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা ।