কবিতায় সব বলা যায় অথবা গোটা জীবন ও জগতকেই সুললিত করে প্রকাশ করা যায় কবিতায়, এটাই কবির অবারিত স্বাধীনতার জায়গা, এটিই একজন সমৃদ্ধ কবির মুন্সিয়ানা । তবে লেখার ক্ষেত্রে কবির স্বাধীনতা থাকলেও তার ব্যবহার বা অপব্যবহারের উপরই নির্ভর করে কবি ও লেখার ভাগ্য । গভীরতা, সৃজনশীলতা, স্বকীয়তা ইত্যাদি বিসয় গুলো একজন কবির সাথে আরেক জনের পার্থক্য গড়ে দেয় ।