সে
কেন
হাঁসির
মায়াজালে
হৃদয় ভাঙে,
উথাল পাথাল
স্মৃতির অন্তরালে
রয়ে যাওয়া ক্রমিক
কান্নার ক্ষতস্থানগুলো
ভাবনার আবহে কষ্টের
শরীর ছুঁয়ে ছুঁয়ে চুপিসারে
অপূর্ণ ভালোবাসার গল্প হয়ে
বয়ে চলে যায় ইতিহাস মন্থনে  
তবু তার হাঁসি মায়াময় চোরাবালি
সুখের বিপ্রতীপে তার নিত্য বসবাস ।    


দৃষ্টি আকর্ষণঃ এটি অবরোহী ঘরানার লেখা, এই ধারার লেখার একটি সুনির্দিষ্ট Internal ও External Structure আছে, অবরোহী ও আরোহী ঘরানা সম্পর্কে বিস্তারিত জানার জন্য বাংলা কবিতায় আমার এই ধারার পূর্বেকার বিবর্তন দুটির লিঙ্ক দিলাম, এই বিষয়ে সবার মতামত আশা করছি ।


http://www.bangla-kobita.com/hasanimti/post20140625120035/


http://www.bangla-kobita.com/hasanimti/post20140623115443