মানুষের ঘরে আজ শকুনের রাজ,
বানরের মাথায় মনিমুক্তোর তাজ,
কাপুরুষ পড়েছে বিজয়ীর রণসাজ,
বিত্তের ভয়ে নত চিত্তের আওয়াজ ।


সতত সত্যের জয় সর্বকালে হয়
এই বেদবাক্য গুণীজনে সদা কয়,
কখন আসবে সে আরাধ্য সুসময়,
অপেক্ষায় ক্ষুদ্র জীবন অন্তিমে বয় ।