চোখে চোখ পড়েছে বহুবার তবু আমরা কেউ কাউকে দেখিনি,
সময়ের ধুলোয় পাশাপাশি হেটে গেছি অনেকটা অমসৃণ পথ
তবু কেউ কাউনে চিনিনি অথবা চিনে নিতেই চাইনি,
গন্তব্য বদলে গেলে আমরা খেলেছি স্বপ্ন বদলের খেলা,
তোমার দুর্বিনীত ফণাতোলা বিশ্বাসের শ্বাপদ দংশনে পুড়ে
গেছে আমার কয়েকটা অনাগত প্রজন্মের শান্তির ঘুম,
আমার দ্রোহের আঙ্গুল উপচে ডুবেছে তোমার সুখের জনপদ,
তবু আমি খুঁজিনি কাকে দিয়ে যাবো আমার বিধিলিপি,
আমাকে ফিরিয়ে দেবার মত সবুজ মানুষের আজ আর নেই,
শুধু কাগজের কান্না বয়ে গেছে তোমাদের ইটের হৃদয় থেকে,
উষ্ণ শরীর ছেনেছেনে ভালোবাসা খোঁজা বোকা মানুষটি
আজ সহসা ফিরে গেছে পাললিক আগুনের কাছাকাছি,
শেষ রাতের আকুতি নীরবতার কাছে জানিয়ে গেছে
মানুষের কাছে নয় ভালোবাসা চাও চৈতালি নদীর কাছে ।