সম্পর্কের নদী ভাঙনের প্রান্ত রেখায় দাড়িয়ে
বিরহের আটপৌরে চাদরে মোড়া একাকীত্ব  
আকুল প্রতীক্ষায় ছিল কারো কাছে আসার,
কেউ কারো নয় জেনে যাওয়া ট্রাম লাইন
সমস্ত কোলাহল সমেত তবু হেঁটে চলে গেছে
দিগন্ত রেখার ওপাশে কল্প সুখের গন্তব্যে ।  


কথাকলি ফুল হয়ে ফুটে ঝড়েছে অনাদরে,
যে পাশে ছিল আপন হয়ে সে আসেনি কাছে,  
একটু ভালোবেসে দেয়নি কখনো ছুঁয়ে কেউ,
জীবন নদে তবু থেমে থাকেনি সময়ের ঢেউ,
প্রয়োজন কড়া নেড়ে গেছে জীবনের দুয়ারে  
শুধু বেঁচেবর্তে থাকা মানে ছিল ভালো থাকা,  
মনের খবর রাখেনি নাগরিক রাতের নিয়ন ।  


কার কি দায় রাখে ঘরে ফেরা পথের খবর,
উন্নতি মানেই হৃদয়হীন সামনে এগিয়ে চলা,
কে আর আজ বেড়াতে যায় স্মৃতির গোরস্তানে,  
কেউ ফেরেনি তাই প্রতীক্ষার উন্মুখ বাহুডোরে,
বিরহের ব্যাকুল নদী পায়নি মিলনের মোহনা,
তুমি আমি শুধু পাশাপাশি থেকে গেছি বহুদিন,  
আমি তুমি তবু কিছুতেই আমরা হতে পারিনি ।