যে
কাছে
এসেছে,
আলগোছে
রেখেছে হাত
হাতের উপরে,
শারীরিক উষ্ণতা
ভাগাভাগি করে নেয়া
রাতে সে কি ভালবেসেছে ?
জীবনের আদিম আহ্বানে
পাশাপাশি এসে সে কি পেরেছে
শরীরের সীমানা ছাড়িয়ে ছুঁয়ে
যেতে নিমগ্ন ভাবনার সিংহদ্বার ?
ভালোবাসার কাঙাল হয়ে ফেরা মন
শরীরের ঘাটে কি ফেলেছে কভু নোঙ্গর ?  
  


ঘরানাঃ অবরোহী পঞ্চদশ


গতকাল ছিল বাংলা কবিতায় আমার ৪০০তম নিবেদন "কবিতা আমার শব্দে আঁকা" ছবি । এই আয়জনে আমার পাশে থাকার জন্য আসরের বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ, তবে ধন্যবাদ দিয়ে এই ভালোবাসার ঋণ আমি শোধ করতে চাই না, কবিতা স্বজনদের কাছে নাহয় থাকুক কিছু ঋণ ।